ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

বিটিসিএল ডোমেইন সার্ভারে ত্রুটি, কাজ করছে না অনেক ওয়েবসাইট

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নিয়ন্ত্রিত তিনটি ডোমেইন সার্ভারে ত্রুটি দেখা দেয়ায় ঠিকঠাক কাজ করছে না অনেক ওয়েবসাইট। মঙ্গলবার রাত থেকে এসব ডোমেইন সার্ভার নিয়ন্ত্রিত বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহারকারীরা প্রবেশ করতে পারছেন না।


ডোমেইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বাংলাদেশের ভার্চুয়াল জাতীয় পরিচয়ের রুট ডোমেইন নেটওয়ার্ক সিস্টেমে (ডিএনএস) ত্রুটি দেখা দিয়েছে। ফলে ডট গভ ডট বিডি, ডট কম ডট বিডি এবং ডট বাংলা এই তিন ডোমেইনে থাকা সরকারি-বেসরকারি ওয়েবসাইটগুলো অনলাইনে ‘আন অ্যাভেইলেবেল’ দেখাচ্ছে। তবে সকাল থেকে কিছু কিছু ডোমেইন নেটওয়ার্ক ভালোভাবে কাজ করছে।


প্রকৌশলীরা এরই মধ্যে ত্রুটি ঠিক করার কাজ শুরু করেছেন বলে বিটিসিএল সূত্রে জানা গেছে। আজ দুপুর নাগাদ সমস্যার সমাধান হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ads

Our Facebook Page